নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

| বুধবার , ১৮ জুন, ২০২৫ at ১১:৫৬ পূর্বাহ্ণ

প্রত্যাশী সিমস্‌ প্রকল্পের উদ্যোগে গত ১৬ জুন চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন ইস্যুতে চট্টগ্রাম জেলায় কর্মরত সরকারি ও বেসরকারি অংশীজনদের সমন্বয়ে ৩য় ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রত্যাশী’র নির্বাহী পরিচালক মনোয়ারা বেগমের সভাপতিত্বে এবং প্রত্যাশীর সিমস্‌ প্রকল্প ব্যবস্থাপক বশির আহম্মদ মনি (সূফি মনি)’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মহেন্দ্র চাকমা, মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রামের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী আসরিফা তানজীম, চট্টগ্রাম ওয়েলফেয়ার সেন্টারের সহকারি পরিচালক এনায়েত উল্লাহ, রাউজান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শ্যামল বড়ুয়া, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী এডভোকেট দিল আফরোজ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাঁর বক্তব্যে প্রত্যাশীকে নিরাপদ অভিবাসন নিয়ে কার্যক্রম বাস্তবায়নে সরকারিবেসরকারি প্রতিষ্ঠানসমূহকে একই প্লাটফর্মে নিয়ে আসার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেনবাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী হিসাবে অভিবাসনকর্মীগণ আমাদের নিকট অতি সম্মানের। তিনি নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেনতামূলক কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি দক্ষতা অর্জন, চট্টগ্রামে প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা বৃদ্ধির এবং অভিযোগকারী অভিবাসনকর্মীগণ যাতে ডকুমেন্ট ও প্রমানসমূহ সংরক্ষণে গুরুত্বারোপ করেন।

সভায় আলোচকবৃন্দ স্ব স্ব প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম তুলে ধরেন এবং অভিবাসি কর্মীদের প্রতি তাদের দায়িত্বশীলতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় টিটিসি, প্রবাসী কল্যাণ ব্যাংক, ওয়েলফেয়ার সেন্টার, আইনজীবী, এনজিও, সাংবাদিক, রিক্রুটিং এজেন্সি, মাইগ্রেশন ফোরাম, ফেরত আসা অভিবাসি সহ অপরাপর সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবহদ্দারহাটে শিশু অপহরণের অভিযোগে যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসাউদার্ন ভার্সিটিতে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়