এড়িয়ে যেতে চাইলেও ব্যাপারটা এড়াতে পারছি না। সস্প্রীতি বিভিন্ন খবরের কাগজে আসা খবরগুলো…….। অনেক আগে থেকেই নগরের বিভিন্ন এলাকার উন্মুক্ত বেষ্টনীবিহীন খালে লাশ পাওয়ার খবর পাওয়া যাচ্ছে। নগরের বিভিন্ন খালে বেষ্টনী দেওয়া হলেও হিজড়া খাল, মির্জা খাল, চশমা খাল, চাক্তাই খাল সহ আরো বিভিন্ন খালে নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। আর এসব খালগুলো নগরীর অন্তর্ভুক্ত হওয়ায় দুর্ঘটনার সম্ভাবনা আরো বেশি। সেখানে দুর্ঘটনার কবলে যারা পড়েন তাদের প্রায়ই বেঁচে ফেরেন না। বিশেষ করে আমরা যারা মুরাদপুর, বহদ্দারহাট দুই নম্বর গেট, কাপাসগোলা, চকবাজার ইত্যাদি এলাকায় বাস করি তারা ময়লা পানির কারণে চরম ভোগান্তিতে থাকি। বিভিন্ন প্রতিবেদন পড়ে জেনেছি গত ছয় বছরে উল্লেখিত খালগুলোতে প্রায় ১৪ জন মারা গিয়েছেন। তাছাড়া খালগুলো ময়লা আবর্জনায় পূর্ণ থাকে যার ফলে লোকজনের সাধারণ জীবন বিপর্যস্ত।
সেহরিশ, মুন্নি, ঝুমা, সাদিয়া, আরফাত, নিপা, আব্দুল্লাহ, সাইদুল, আজিজুল এর মতো আমরা আর কাউকে কোনো পার্কে খালের এই দুর্ঘটনায় হারাতে চাই না।
শেষ পর্যন্ত মাননীয় মেয়র সহ সকল ক্ষমতাস্থ ব্যক্তিবর্গকে অনুরোধ করবো দয়া করে আপনারা নগরের নিরাপত্তাহীন খালগুলোকে নিরাপদ করতে উদ্যোগ গ্রহণ করুন।
নুরুল মুজতবা সাবিত
শিক্ষার্থী
জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা