নিরাপত্তা পরিষদ সংস্কারের সময় এসেছে : জাতিসংঘ মহাসচিব

| সোমবার , ২২ মে, ২০২৩ at ৮:৩৪ পূর্বাহ্ণ

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, আজকের বিশ্ব বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রাখতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও ব্রেটন উডস ব্যবস্থা উভয়ের সংস্কারেরই সময় এসেছে। রোববার হিরোশিমায় এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষপ্রান্তে মার্কিন আণবিক বোমায় ক্ষতবিক্ষত জাপানি এই শহরটিতেই শুক্রবার থেকে রোববার পর্যন্ত জি৭ শীর্ষ সম্মেলন হয়েছে। এই সম্মেলনে বিশ্বের ধনী ও প্রভাবশালী সাত দেশ খোলামেলাভাবেই রাশিয়া ও চীনকে তাদের প্রতিপক্ষ বলেছে। চীন, রাশিয়া এ দু্‌ই দেশই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, তাদের ভেটো ক্ষমতা আছে। খবর বিডিনিউজের।

গুতেরেস বলেছেন, ১৯৪৫ সালের শক্তি ভারসাম্য অনুযায়ী নিরাপত্তা পরিষদ ও ব্রেটন উডস ব্যবস্থা গড়ে উঠেছিল। এখন এর আধুনিকায়ন দরকার। বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো পুরনো, অকার্যকর ও অন্যায্য হয়ে গেছে। কোভিড১৯ মহামারী এবং ইউক্রেইনে রাশিয়ার সেনা পাঠানোর কারণে সৃষ্ট অর্থনৈতিক ধাক্কার মুখে এগুলো (নিরাপত্তা পরিষদ ও ব্রেটন উডস ব্যবস্থা) তার মূল কাজ বৈশ্বিক নিরাপত্তা জালের ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে, বলেছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধদুবাইয়ে হচ্ছে চাঁদের আদলে রিসোর্ট
পরবর্তী নিবন্ধরাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় প্রধান কৌঁসুলি, দমবে না আইসিসি