এস এস ক্রিকেট একাডেমি আয়োজিত নয়ন নাথ নিরব স্মৃতি ওডিআই ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচে চট্টগ্রাম ক্রিকেট একাডেমিকে ৪ উইকেটে পরাজিত করে সানরাইজ ক্রিকেট একাডেমি। এ সুবাদে কোয়ার্টার ফাইনালের সর্বাধিক রানরেট নিয়ে ফাইনালে পৌঁছে যায়। সিসিএ প্রথমে ব্যাট করে ৪০ ওভার খেলে ৭ উইকেটে ১৮৪ রান করে। দলের সাঈদ ৭০,আওসাফ ৬৬ রান করে। সানরাইজের সিয়াম ৩ টি ও জুনায়েদ ২ টি উইকেট নেয়।
জবাবে সানরাইজ ৩৬.৩ ওভার খেলে ৬ উইকেটে ১৮৬ রান তুলে নেয়। দলের পিয়ম ৪৬, মিনহাজ ৩৮ রান করে। সিসিএ’র সিহাব ২টি উইকেট নেয়। ম্যান অফ দ্যা ম্যাচ হয় বিজয়ী দলের মুনিম শাহরিয়ার পিয়ম। তার হাতে পুরস্কার তুলে দেন সাবেক ক্রিকেটার ও চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির সদস্য আয়নুল কবীর জিতু।












