বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, নির্বাচনের পূর্বে আলাদাভাবে গণভোট দিয়ে জুলাই সনদের আইনি মর্যাদা প্রদান, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন করে প্রতিটি ভোটার ও ছোট–বড় প্রতিটি দলের মর্যাদা সমুন্নত করা, পলাতক আওয়ামী ফ্যাসিস্ট সরকারের গণহত্যা, দুর্নীতিসহ জুলুম–নির্যাতনের দৃশ্যমান বিচার, পতিত স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি মেনে নেয়ার আহ্বান জানান। গতকাল সোমবার মহানগরী জামায়াতের কার্যালয়ে মহানগরীর দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একটি বড় দলের একাংশসহ ফ্যাসিস্ট আওয়ামী লীগ, জাপাসহ ১৪ দল, সিপিবিসহ কোনো কোনো বাম দল ইতোমধ্যেই ‘না’ ভোটের পক্ষে অবস্থান জানান দিয়েছে যা জুলাই আন্দোলনে দু’হাজার শহীদ, অসংখ্য মানুষের পঙ্গুত্ব–অন্ধত্বসহ নির্যাতন–নিপীড়নকে অমর্যাদা করার শামিল। আমরা গণভোটে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করার জন্য নগরবাসীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস ও মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান, হামেদ হাসান ইলাহী, মাওলানা মমতাজুর রহমান, আমির হোছাইন, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, অধ্যক্ষ মাওলানা জাকের হোসেন, ফখরে জাহান সিরাজী, মাহমুদুল আলম, প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী, ফারুকে আজম, ড. আ ম ম মাসরুর হোসাইন প্রমুখ। সভায় ৫ ডিসেম্বর জুমাবার বিকেলে লালদীঘির মহাসমাবেশ সফল করার আহ্বান জানান। এতে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ সকল শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। প্রেস বিজ্ঞপ্তি।












