মধ্যরাতে স্মৃতিরা আমাকে জাগায়,
নিরপরাধ শিশুর মতো
ফ্যাল ফ্যাল তাকিয়ে থাকে।
ক্রমশ গিলে খাচ্ছে আমাকে।
স্নায়ুতে আমার না–পাওয়া সুখের
ব্যথিত অনল।
জ্বলছে, পুড়ছে
কষ্ট আমার বুকে,
নিদ্রাহীন চোখে,
ভাঙছে পৃথিবী
রাত বাড়ছে, বেড়েই চলেছে
সেই সাথে বেড়ে চলেছে আমার
ভিতরের নিঃসঙ্গতা।