নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইসের জালিয়াতি ঠেকাবে ‘সুরক্ষা’

| শুক্রবার , ২২ মার্চ, ২০২৪ at ৫:৩১ পূর্বাহ্ণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইসের জালিয়াতির পরিমাণ বাড়ায় এবার তা ঠেকাতে অভিনব এক যন্ত্র বানিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়বুয়েট। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় সুরক্ষা নামে যন্ত্রটি পরীক্ষায় জালিয়াতির ডিজিটাল ডিভাইস ব্যবহারকারীকে চিহ্নিত করবে। পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর কানে বা অন্য কোন অঙ্গে কোনো ডিজিটাল ডিভাইস ঢুকানো থাকলে এ যন্ত্র সংকেত দেবে। যন্ত্রের একটি লাইট জ্বলে উঠবে এবং শব্দ সংকেত বেজে উঠবে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। খবর বিডিনিউজের।

আগামী ২৯ মার্চ প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগের পাঁচটি জেলায় পরীক্ষামূলকভাবে এ ডিভাইস প্রতিরোধ যন্ত্র ব্যবহার করা হবে বলে জানান সচিব। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে বুয়েটের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিনিকেশন টেকনোলজি (আইআইটি) এ যন্ত্র তৈরি করেছে।

তিনি বলেন, এ যন্ত্রে ৫০ শতাংশ সফলতা পাওয়া গেছে। সেজন্য আগামী ২৯ মার্চ পরীক্ষামূলকভাবে যন্ত্রটির ব্যবহার শুরু হবে। খুব শিগগির এর শতভাগ ব্যবহার শুরু হবে। সফল হলে সরকারের অন্যান্য মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তর ডিজিটাল জালিয়াতির রোধে এ যন্ত্র ব্যবহার করবে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় আগুনে দোকানে পুড়ে ছাই
পরবর্তী নিবন্ধকাল দৃষ্টির বঙ্গবন্ধু ও বাংলাদেশ অলিম্পিয়াড