সুজলা সুফলা শস্য শ্যামলায়
আবিরের মাখামাখি,
ভোরের বেলায় কিচির মিচির
পাখিদের ডাকাডাকি।
শিশিরের কণা করে চিক চিক
কচি ঘাসের ডগায়,
কুয়াশা মোড়ানো বিলে এক ঠায়
দাঁড়িয়ে শিকারী বগায়।
অদূরে কোথায় ভাটিয়ালি গায়
গলা ছেড়ে মনমাঝি,
গাঁয়ের বধূরা নদী ঘাটে করে
খুনসুটি হাসাহাসি।
কিষাণ যোয়াল কাঁধে নিয়ে ছুটে
চাষাবাদ নানা কাজে,
সারা দিনমান ঝরে শ্রমঘাম
গৃহে ফিরে সেই সাঁঝে।
কৃষক ভাইয়েরা ফলায় ফসল
সারাটি বছর ধরে,
কোটি মানুষ তা খেয়ে পরে বাঁচি
তাঁরাতো নেই কোনো খবরে!
ধনীরা হচ্ছে আরো আরো ধনী
আজব লাগে খুব,
গরীবের সংখ্যা শুধুই ঊর্ধ্বমুখী
নিয়তির এ কেমন রূপ!