নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের আবেদন

| শুক্রবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩৬ পূর্বাহ্ণ

সর্বোচ্চ আদালতের আদেশ অমান্য করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বসায় নিপুণ আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করেছেন চিত্রনায়ক জায়েদ খান। গতকাল বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে। খবর বাংলানিউজের।

পরে জায়েদ খানের আইনজীবী আহসানুল করীম জানান, চেম্বার আদালত স্থিতাবস্থা দিয়েছিলেন। এরপরও নিপুণ আক্তার সে আদেশ অমান্য করায় তখন তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু সে নোটিশেও তিনি সতর্ক হননি। তিনি অব্যাহতভাবে আদালতের আদেশ লঙ্ঘন করে চলেছেন। এ জন্য তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনতে আবেদন করা হয়েছে।
আগামী রোববার আবেদনটি আপিল বিভাগে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে উপস্থাপন করা হতে পারে বলে জানিয়েছেন তিনি। এদিকে সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের জারি করা রুলের ওপর শুনানি রোববার পর্যন্ত মুলতবি করা হয়েছে। আর তার পরদিন সোমবার ২৮ ফেব্রুয়ারি মামলাটি দুপুর দুইটায় শুনানির জন্য কার্য তালিকায় থাকবে।

পূর্ববর্তী নিবন্ধরুশ আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার অভিনেত্রী
পরবর্তী নিবন্ধতৃতীয় বিভাগ ফুটবল লিগে আলোর ঠিকানা জয়ী