নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে আগুন

মো. আখতার উদ্দিন চৌধুরী | মঙ্গলবার , ২২ অক্টোবর, ২০২৪ at ৬:১০ পূর্বাহ্ণ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রতিদিন বাড়ছে হু হু করে, কমার কোনো লক্ষণ নেই। নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে আজ দিশাহারা সর্বস্তরের মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের এখন ত্রাহী অবস্থা।

বাজারে শাকসবজি, চালডাল, মাছমুরগি থেকে শুরু করে মুদি দোকান পর্যন্ত এমন কোনো পণ্য নেই যার দাম বাড়েনি। বর্তমানে বাজারে প্রায় সব পণ্যের দাম ক্রেতার ক্রয় ক্ষমতার নাগালের বাইরে চলে গেছে, অসহায় ক্রেতা সাধারণ চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বগতির এই পাগলা ঘোড়ার লাগাম টেনে ধরতে না পারলে সাধারণ মানুষের কি অবস্থা হয় সেটা শুধু মাত্র মহান সৃষ্টিকর্তাই ভালো জানেন। কিন্ত কেন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের এই ঊর্ধ্বগতি?

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কথা উঠলেই বলা হয় সিন্ডিকেটের কারসাজি। কী এই সিন্ডিকেট? অনেকে বলে দেখা যায় না, ছোঁয়া যায় না, ভাঙ্গা যায় না শুধু বাজারে গেলে অনুভব করা যায় তার নাম নাকি সিন্ডিকেট।

আবার কেউ কেউ বলে স্থানকাল বিশেষে অজুহাতের নাম সিন্ডিকেট। সাধারণের জিজ্ঞাসা ব্যবসায়ীদের সিন্ডিকেট যদি এই সঙ্কট তৈরী করে, তাহলে কেন সিন্ডিকেটকে আটকানো হচ্ছে না? কেন তাদের আইনের আওতায় এনে পণ্যের দাম নিয়ন্ত্রণে আনা হচ্ছে না? সাধারণ মানুষের প্রত্যাশা সিন্ডিকেট হোক আর যাই হোক এগুলি বন্ধ করে, নিত্যপণ্যের এই আকাশছোঁয়া দাম নিয়ন্ত্রণে আনুন, অন্তত সাধারণ মানুষ যাতে দুবেলা দুমুঠো ডালভাত খেয়ে বাচঁতে পারে।

পূর্ববর্তী নিবন্ধচাকসু নির্বাচন চাই
পরবর্তী নিবন্ধভয় এবং শ্রদ্ধা