নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার অনুরোধ সুজনের

| সোমবার , ২৯ জুলাই, ২০২৪ at ১০:৪৫ পূর্বাহ্ণ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন।

গতকাল রবিবার বিকেলে সুজনের উত্তর কাট্টলীস্থ বাসভবনে নাগরিক উদ্যোগের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ অনুরোধ জানান তিনি। সভার শুরুতে সুজন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিএনপিজামাত চক্রের নজিরবিহীন ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এবং জাতীয় স্থাপনা ক্ষতিসাধন করায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। সরকার জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে কারফিউ ঘোষণা করে। সরকারের আহ্বানে সাড়া দিয়ে দেশপ্রেমিক সেনানৌবিমান বাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব, এবিপিএন, আনসারসহ সংশ্লিষ্ট সকল সংস্থা জনজীবন স্বাভাবিক করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় নাগরিক উদ্যোগের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। তিনি বলেন, চলমান পরিস্থিতিতে সরবরাহের অজুহাতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির পাঁয়তারা করছে একটি অসাধু চক্র। অথচ সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করেছে। নাগরিক উদ্যোগের চেয়ারম্যান মো. ইলিয়াছের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজুল হক, আব্দুর রহমান মিয়া, সংগঠনের সদস্য সচিব মো. হোসেন, হাফেজ ওকার উদ্দিন, মো. শাহজাহান, ছালেহ আহমদ জঙ্গী, শিশির কান্তি বল, কামরুল হোসেন, মো. সেলিম, সোলেমান সুমন, জাহাঙ্গীর আলম, রকিবুল আলম সাজ্জী, রাজীব হাসান রাজন, ফেরদৌস মাহমুদ আলমগীর, মাহফুজ চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমিলাইশে শিশুকিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদের বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধনাশকতাকারীদের হামলায় আহতদের পাশে সিটি মেয়র রেজাউল