ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান পীরে কামেল আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন, দরিদ্ররা বরাবরই দরিদ্রই থেকে যাচ্ছে। বরং কিছু মানুষ ক্রমাগত রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে। ফলে ধনী-দরিদ্র বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। বেকারত্ব নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ নেই। নিত্য পণ্যের বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই। তিনি নিত্যপণ্যের বাজারে নিয়ন্ত্রণ আনতে মনিটরিং জোরদারের আহ্বান জানান। গত শনিবার বিকালে ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম জেলার উদ্যোগে নগরের একটি কনভেশন হলে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা ও কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামিক ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর। বিশেষ অতিথি ছিলেন এ্যাড. এম আবু নাছের তালুকদার, আল্লামা ছৈয়দ নাছেরুল হক চিশতী, অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, আল্লামা কাজী জসিম উদ্দীন, এম সোলায়মান ফরিদ, স ম হামেদ হোসাইন, এস এম সিরাজ উদ্দিন তৈয়বী, পীরজাদা আল্লামা নাজমুল হক আখন্দ। ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে মওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হলিমের পরিচালনায় সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ কাজী আব্দুল হান্নান, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, অধ্যক্ষ ছৈয়দ জসিম উদ্দীন তৈয়বী, আল্লামা ছালেহ আহমদ আনছারী, অধ্যক্ষ জাকের আহমদ সিদ্দিকী, অধ্যক্ষ আবু ছালেহ, আব্দুর রহমান মান্না প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।