রমজানকে সামনে রেখে একদল ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। এতে করে প্রতিদিনই বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যা পৌঁছেছে সাধারণ মানুষের নাগালের বাইরে।
অতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীদের জন্য সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ অর্থাৎ যারা দিন আনে দিন খায়। এতে উপকৃত হচ্ছেন একদল মুনাফালোভী অসাধু ব্যবসায়ী।
যারা অতিরিক্ত মুনাফার লোভে বাজারে দ্রব্যমূল্যের কৃত্রিম সংকট সৃষ্টি করছে। ব্যবসায়ীরা যেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেজন্য নিয়মিত বাজার মনিটরিং করা, ব্যবসায়ীদের মধ্যে মানবিকতা জাগিয়ে তোলা। সর্বোপরি মজুত রাখার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হোক। সেজন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
ফজলে রাব্বি, শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ,ঢাকা কলেজ, ঢাকা।