নিত্যপণ্যের বাজার মনে হয়, সরকারের নিয়ন্ত্রণের বাইরে। ইচ্ছেমতো দাম বাড়াচ্ছে অসাধু ব্যবসায়ীরা। চাল–ডাল, তেল, মাছ–মাংস, পেঁয়াজ–মরিচসহ সব ধরনের সবজি কিনতে ক্রেতার নাভিশ্বাস। সবশেষ বাড়ল চিনি ও তেলের দাম। আয়ের সঙ্গে ব্যয় সামলাতে না পেরে মানুষ এখন দিশাহারা। করোনা মহামারিতে কাবু হয়েছেন সব পেশার মানুষ। রাশিয়া–ইউক্রেন যুদ্ধের প্রভাবও পড়েছে। বেড়েছে রেকর্ডমূল্য জ্বালানি তেলের। বিশ্বমন্দার কথা বলা হচ্ছে। সবকিছুর যেন প্রভাব পড়ছে নিত্যপণ্যসহ প্রতিটি খাতে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে। তাই বাজার স্থিতিশীল রাখতে সরকারকে কঠোর হওয়া ছাড়া উপায় নেই। এ ক্ষেত্রে প্রয়োজন নিজস্ব ব্যবস্থাপনায় কম দামে পণ্য সরবরাহ নিশ্চিত করা। কিছু কিছু ক্ষেত্রে সরকার টিসিবির মাধ্যমে সেটি করেও থাকে। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে যাতে বাজারকে অস্থিতিশীল করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। কেন্দ্র থেকে স্থানীয় উৎপাদন ক্ষেত্র পর্যন্ত ব্যবস্থাপনাও নজরদারির আওতায় আনা জরুরি। তাই এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি কামনা করছি।
কাজী মুহাম্মদ রোকনুজ্জামান
চেয়ারম্যান
হৃদয়ে মা–বাবা ফাউন্ডেশন, চট্টগ্রাম।