নিটোল প্রেমের গল্পে নজরকাড়া মু্রনালের জার্নি

| শনিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২২ at ৫:১১ পূর্বাহ্ণ

৬০০ রুপি বেতনের এক সৈনিকের জন্য নিজের সব ছেড়ে আসা মহারানী, প্রিন্সেস নূর জাহান। অনেকদিন পর ভারতের কোনো সিনেমায় এমন অসামান্য দৃশ্যায়ন। হানু রাঘবপুরীর তেলেগু সিনেমা ‘সীতা রামাম’-এ ছিল এমনই দৃশ্য। প্রেমের গল্প নিয়ে সিনেমা তো অনেক তৈরি হয়, কিন্তু দর্শকের হৃদয় স্পর্শ করার মতো সিনেমা তেমন দেখা যায় না। তবে দর্শকদের সেই অনুভূতি দিয়েছে ‘সীতা রামাম’ সিনেমা। এতে দুলকার সালমান ও ম্রুনাল ঠাকুরের রসায়ন দর্শক হৃদয় শীতল করেছে। খবর বাংলানিউজের।
গেলো ৫ আগস্ট মুক্তির পর তেলেগু সিনেমাটি বক্স অফিসে ঝড় তোলে। তেলেগু ছাড়াও তামিল ও মালয়ালম ডাবেও মুক্তি পায় এটি। আর ৯ সেপ্টেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায় ‘সীতা রামাম’। ওটিটি প্ল্যাটফর্মের কল্যাণে সিনেমাটি সাড়া ফেলেছে বাংলাদেশেও। সামাজিকমাধ্যমে সিনেমাটি ও এর নায়ক-নায়িকার প্রশংসায় মজেছেন বাংলাদেশি দর্শকেরা।
অনেকের মতে, এটি সামপ্রতিক সময়ের অন্যতম সেরা রোমান্টিক সিনেমা।
১৬৩ মিনিটের রোমান্টিক সিনেমাটি ১৯৬৪ সালের প্রেক্ষাপটে নির্মিত। এতে ভারতীয় সেনাবাহিনীর চৌকস অফিসার লেফটেন্যান্ট রামের (দুলকার সালমান) বিপরীতে অভিনয় করেন সীতা মহালক্ষ্মীর (ম্রুনাল ঠাকুর)।

পূর্ববর্তী নিবন্ধআবারো বিয়ে করবেন সামান্থা!
পরবর্তী নিবন্ধসিনেমার টাইটেল গান প্রকাশ