নিজের রেকর্ড ভেঙেই মাবিয়ার স্বর্ণ জয়

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৮ এপ্রিল, ২০২১ at ১০:৩৪ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ভারোত্তোলনে ৬৪ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতে সবাইকে নিজের দৃঢ় অবস্থান আবারও জানান দিয়েছেন এই স্বর্ণকন্যা মাবিয়া আক্তার। ময়মনসিংহের জিমনেসিয়ামে মেয়েদের ৬৪ কেজি ওজন শ্রেণিতে আনসারের এই ভারোত্তোলক স্ন্যাচ এবং ক্লিন ও জার্কে রেকর্ড গড়ে সোনা জিতেছেন। মোট ওজন তুলেছেন ১৮১ কেজি। এর মধ্যে স্ন্যাচে ৮০ ও ক্লিন অ্যান্ড জার্কে ১০১ কেজি। সোনা জয়ের সঙ্গে নতুন রেকর্ডও হয়েছে। নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন মাবিয়া। ২০১৮ সালে আন্তঃসার্ভিস ভারোত্তলনে ১৭৯ কেজি তুলে রেকর্ড গড়েছিলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধতসলিমা নাসরিনের কড়া সমালোচনা মঈনের বাবার
পরবর্তী নিবন্ধপাকিস্তানের সদস্যপদ স্থগিত করল ফিফা