নিজের ঘরের দেয়াল ভাঙতে গিয়ে চাপা

বড়হাতিয়ায় দিনমজুরের মৃত্যু

আজাদী প্রতিবেদন | বুধবার , ১২ মে, ২০২১ at ৭:২৫ পূর্বাহ্ণ

লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে নিজ ঘরের দেয়াল ধসে মো. নুরু (৪০) নামে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কুমিরাঘোনা বায়তুশ শরফ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরু ওই এলাকার মৃত আজিজুর রহমানের পুত্র। তিনি ৩ সন্তানের জনক ছিলেন। স্থানীয় ইউপি সদস্য বেলাল উদ্দিন জানান, ঘটনার দিন নুরুসহ আরো কয়েকজন শ্রমিক ঘরের পুরোনো মাটির দেয়াল ভাঙার কাজ করছিলেন। এ সময় আকস্মিকভাবে দেয়ালটি ভেঙে পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান নুরু।

পূর্ববর্তী নিবন্ধবালুচড়ায় ৩০০ পরিবার পেল সেনাবাহিনীর খাদ্য সহায়তা
পরবর্তী নিবন্ধ২শ’ দুস্থ মানুষ পেল জেলা প্রশাসনের সহায়তা