আপনি যতই ভালো হোন। পরোপকারী হোন। স্বার্থহীন হোন। শান্তিপ্রিয় হোন। নির্বিবাদী হোন। সরল হোন। একশ্রেণির মানুষ চিরকাল আপনার খুঁত ধরবে। ক্রিটিসাইজ করবে। করবেই।
কিন্তু কেন করবে? এর একটাও যুক্তিযুক্ত কারণ আপনি পাবেন না। তাই নিজেকে, নিজের অবস্থানকে, নিজের কাজকে এদের কাছে এক্সপ্লেন করা বন্ধ করুন। এরা শুধু বিরোধিতা করতে চায় বলেই করে। আপনাকে ক্ষেপিয়ে, আপনাকে আদর্শচ্যুত করতে চায়। আপনার জীবনযাপনকে অস্থির করে তুলে একপ্রকার আনন্দ লাভ করে।
পৃথিবীর সকলের কাছে আপনার সততার প্রমাণ রাখার দায় নেই। মহান রবের সন্তুষ্টি অর্জন করতে পারলেই আসল কামিয়াব। নিজের মতো বাঁচুন। এরচেয়ে বড় উত্তর কিছু নেই। আপনি খারাপ মানুষ হলে আপনার বন্ধুর সংখ্যা কমতে পারে, কিন্তু ভালো হলে শত্রুর সংখ্যা বাড়বে। কিন্তু আপনি নিজের কাছে সৎ থাকুন, দিন শেষে সেটাই আপনার প্রশান্তি।