নিজের কণ্ঠ ফিরে পেতে বিবিসি ছাড়ছেন অ্যান্ড্রু মার

| সোমবার , ২২ নভেম্বর, ২০২১ at ১১:১৯ পূর্বাহ্ণ

বিবিসির সঙ্গে একুশ বছরের পথচলার অবসান ঘটানোর ঘোষণা দিলেন সাংবাদিক অ্যান্ড্রু মার, যিনি বিবিসির সানডে মরনিং শোর উপস্থাপনা করে আসছিলেন ২১ বছর ধরে। খবর বিডিনিউজের। তিনি বলেছেন, আসছে নতুন বছরের শুরু থেকেই তিনি কাজ করবেন মিডিয়া কোম্পানি গ্লোবালের সঙ্গে, সেখানে লেখার পাশাপাশি রাজনৈতিক ও সাংস্কৃতি শোর উপস্থাপনা করবেন। অন্য সংবাদপত্রের জন্যও তিনি লিখবেন। গার্ডিয়ান লিখেছে, বিবিসিতে ‘নিরপেক্ষতার কঠোর নিয়মের’ বাইরে এসে নিজেকে প্রকাশ করার ক্ষেত্রে এখন আরও বেশি স্বাধীনতা পাবেন বলে আশা প্রকাশ করেছেন এই ‘সেলিব্রেটি হোস্ট’। এক টুইটে তিনি লিখেছেন, আমার ধারণা, ব্রিটিশ রাজনীতি আর নাগরিক জীবন আরও অস্থির একটি দশকের মুখোমুখি হয়েছে। আর আমি তো বলেছি, আমি আমার নিজের কণ্ঠ ফিরে পেতে চাই। ষোল বছর ধরে প্রতি রবিবার সকালে আমি অ্যান্ড্রু মার শো চালিয়ে আসছি। আমার মনে হয়, যে কারও জন্যই এটা অনেক বেশি সময়। এই দীর্ঘ সময়ে বিবিসিতে ‘চমৎকার’ সব সহকর্মীর সঙ্গে আনন্দের অনেক স্মৃতির কথাও তিনি টুইটে বলেছেন। বিবিসির কর্মীরা চাইছিলেন, আরও অন্তত দুই বছর অ্যান্ড্রু মার তাদের সঙ্গে থাকুক।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৯৫.৫৭ কোটি টাকা
পরবর্তী নিবন্ধসুদানে ক্ষমতাচ্যুত হামদক প্রধানমন্ত্রী পদে ফিরছেন