নিজের ওপর আত্মবিশ্বাস

নাসরিন জাহান মিতা | বুধবার , ৭ জানুয়ারি, ২০২৬ at ৪:৫৭ পূর্বাহ্ণ

প্রচণ্ড কাশিতে আক্রান্ত। বেশ কষ্ট হচ্ছে। দুপুরে কাপড়ের পোটলা হয়ে শুয়ে ছিলাম। তারেক দৌড়ে এসে বলল, আমার নামে গিফট এসেছে নববর্ষের। সই দিয়ে নিতে হবে। অনিচ্ছা সত্ত্বেও উঠতে হলো। এরপরতো মুখে হাসি। তারেক সেই মুহূর্তটা ধরে রাখল। গিফট পেতে কার না ভালো লাগে বলেন? মন বেশ ভালো হলো। নিজের উপর আত্মবিশ্বাস অনুভব করলাম। আলহামদুলিল্লাহএকদিন, এক সময় নিজের কথা ভাবিনি। সবসময় দিয়েছি সংসার নামক, আরেক অথৈ সমুদ্রে। আজ নিজের কিছু কাজের জন্য যখন এতোটুকু স্বীকৃতি পাই, মন বড়ই উচ্ছ্বসিত হয়, এই উচ্ছ্বাস ছড়িয়ে যায় আমার পরিবারের সবার মাঝে।

পূর্ববর্তী নিবন্ধবেঁচে থাকুক শীত সংস্কৃতি
পরবর্তী নিবন্ধকী পেলাম, কী হারালাম!