নিজেদের সব বন্দরে ভারতীয় জাহাজ নিষিদ্ধ করলো পাকিস্তান

হামলা হলে পরমাণু অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি ইসলামাবাদের পাকিস্তানি রেঞ্জারকে আটক, নিয়ন্ত্রণরেখায় ভয়াবহ সংঘর্ষ

আজাদী ডেস্ক | সোমবার , ৫ মে, ২০২৫ at ১০:৩৭ পূর্বাহ্ণ

ভারতপাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা বেড়েই চলেছে। ভারতশাসিত কাশ্মীরে ভয়াবহ হামলায় পাকিস্তান জড়িত দাবি করে দেশটির বিরুদ্ধে একের পর এক ব্যবস্থা নিয়ে যাচ্ছে ভারত। পাল্টা পদক্ষেপ নিচ্ছে পাকিস্তানও। সেই সঙ্গে টানা দশম দিনের মতো কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর দেশ দুটির বাহিনীর মধ্যে গুলিবিনিময় হয়েছে। এমন অবস্থায় ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুহাম্মদ খালিদ জামালি। তিনি বলেছেন, ভারত যদি পাকিস্তানে হামলা চালায় বা পাকিস্তানে পানি সরবরাহে বিঘ্ন ঘটায়, তাহলে ইসলামাবাদ পরমাণু অস্ত্রসহ পূর্ণ সামরিক শক্তি ব্যবহার করতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গত শনিবার রুশ সমপ্রচারমাধ্যম আরটিকে এক সাক্ষাৎকার দেন মস্কোতে নিযুক্ত পাকিস্তানের খালিদ জামালি। তিনি বলেন, ‘ইসলামাবাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে, ভারত পাকিস্তানের ভূখণ্ডে সামরিক হামলার পরিকল্পনা করছে। ফাঁস হওয়া কিছু নথিতে উল্লেখ আছে, পাকিস্তানের কিছু নির্দিষ্ট অঞ্চলে হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই আমাদের ধারণা, এটি (হামলা) ঘটতে চলেছে এবং এটি আসন্ন। এমনটি হলে আমরা আমাদের প্রচলিত ও পারমাণবিক উভয় ক্ষমতার পূর্ণ শক্তি ব্যবহার করব।’ চলমান উত্তেজনাসহ সামপ্রতিক বছরগুলোয় ভারতের বিরুদ্ধে একজন ঊর্ধ্বতন পাকিস্তানি কর্মকর্তার পরমাণু অস্ত্র ব্যবহারের সবচেয়ে স্পষ্ট হুমকিগুলোর মধ্যে এটি অন্যতম। ভারতের সিন্ধু পানিচুক্তি স্থগিতের বিষয়ে জামালি বলেন, নিম্ন অববাহিকায় পানিপ্রবাহ আটকে দেওয়া বা ভিন্ন দিকে প্রবাহিত করার যে কোনো প্রচেষ্টা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের শামিল হবে। এবং এর জবাব পূর্ণ শক্তি দিয়ে দেওয়া হবে।

এদিকে নিজেদের সব বন্দরে ভারতের পতাকাবাহী জাহাজ নিষিদ্ধ করেছে পাকিস্তান। এর আগে ভারতের পক্ষ থেকেও একই ধরনের নিষেধাজ্ঞার কথা জানানো হয়। শনিবার ভারতের জাহাজ চলাচলবিষয়ক বিভাগের মহাপরিচালক এক বিবৃতিতে জানান, পাকিস্তানের পতাকাবাহী জাহাজকে ভারতের কোনো বন্দরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। সেই সঙ্গে ভারতের পতাকাবাহী জাহাজ পাকিস্তানের কোনো বন্দরে যাবে না। ভারতীয় জনগণ, সম্পদ ও ভারতের জাহাজ চলাচলের স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় এ আদেশ দেওয়া হয়েছে। ভারতের এই আদেশের পর পাকিস্তানের সমুদ্রবিষয়ক মন্ত্রণালয়ের বন্দর ও জাহাজ চলাচল বিভাগ এক বিবৃতিতে জানায়, সামপ্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক স্বার্থ ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান তাৎক্ষণিকভাবে ভারতের পতাকাবাহী জাহাজকে পাকিস্তানের কোনো বন্দরে প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে পাকিস্তানি পতাকাবাহী জাহাজ ভারতীয় কোনো বন্দরে যাবে না। এ বিষয়ে যেকোনো ব্যতিক্রম বা ছাড়ের ক্ষেত্রে পরীক্ষানিরীক্ষার পর ‘কেসটুকেস’ ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ।

অপরদিকে ভারত জম্মু ও কাশ্মীরের চেনাব নদীর ওপর নির্মিত বাগলীহার বাঁধের মাধ্যমে পাকিস্তানে পানিপ্রবাহ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে। দেশটি জম্মুর কিশানগঙ্গা বাঁধেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। গতকাল এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস।

অপর এক খবরে বলা হয়েছে, ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে বলে দাবি করেছে। এদিকে, এই ঘটনার পর কাশ্মিরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) উভয় দেশের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটেছে। এটিকে সামপ্রতিক সময়ে দুটি দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ বলে মনে করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসংবাদমাধ্যম যত বেশি প্রশ্ন করবে রাষ্ট্রের দায়িত্বশীলরা তত সচেতন হবেন : মাহফুজ আলম
পরবর্তী নিবন্ধকোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার