শিক্ষানবীশ আইনজীবীদের প্রশিক্ষণ কর্মশালায় মহানগর ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান বলেন, সঠিক প্রশিক্ষণের মধ্য দিয়ে নিজেকে যোগ্য আইনজীবী হিসেবে গড়ে তুলতে হবে। গতকাল শনিবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আদালতে কর্মরত শিক্ষানবীশ আইনজীবীদের দিন প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। সমিতির সভাপতি সৈয়দ মোক্তার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মশালা উদ্বোধন করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী, স্বাগত বক্তব্য দেন, সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন। সঞ্চালনায় ছিলেন সমিতির সহসাধারণ সম্পাদক মুহাম্মদ কবির হোসাইন। কর্মশালায় শিক্ষানবীশদের দেওয়ানী কার্যক্রম ও বিচার ব্যবস্থা বিষয় নিয়ে সমিতির সাবেক সভাপতি রতন কুমার রায়, ফৌজদারী বিষয় নিয়ে সমিতির সাবেক সভাপতি কফিল উদ্দিন চৌধুরী, সাক্ষ্য আইন ও জেরার কৌশল বিষয় নিয়ে সমিতির সদস্য ড. মঈন উদ্দিন আহমদ, বার ও বেঞ্চের মধ্যে সর্ম্পক নিয়ে সমিতির সাবেক সভাপতি মো. মুজিবুল হক, আদালতে বিচারিক কার্যক্রমে শৃংখলা নিয়ে সমিতির সাবেক সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, অর্থঋণ ও ব্যাংকিং নিয়ে সিনিয়র আইনজীবী এস এম শওকত হোসেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সমিতির সদস্য জাফর ইকবাল, সাবেক নির্বাহী সদস্য মানস দাশ প্রশিক্ষণ প্রদান করেন। কর্মশালায় আরোও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি মো. আজিজুল হক চৌধুরী, মঈনুল আলম চৌধুরী, মো. আলী আকবর, মো. ইমরুল হক মেনন, এ এস এম রিদওয়ানুল করিম, তানজিন আক্তার সানি, মো. ওমর ফারুক, মোহাম্মদ নাজমুল ইসলাম, মো. মনজুর হোসেন, মুহাম্মদ শফিউল আজম বাবর, নাসরিন আক্তার চৌধুরী, মো. রবিউল আলমসহ প্রায় ৬০০জন শিক্ষানবীশ আইনজীবী। কর্মশালা শেষে শিক্ষানবীশদের শিক্ষা সামগ্রী ও আইডি কার্ড প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।