নিজস্বতা

শুকলা আচার্য্য | বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ at ৬:৪৯ পূর্বাহ্ণ

গুণটা তোমার থাকে যদি

ঝিনুক বুকে মুক্তো সেজে,

ঘটবে জেনো তারই প্রকাশ

সূর্য সম নিত্য কাজে।

অগ্নিগিরির সুপ্ত লাভা

যায় না যেমন আটকে রাখা

ক্ষণিক মেঘের অন্ধকারে

চাঁদের কিরণ যায় না ঢাকা।

স্রোতের ধারা যায় কি বাধা

চেষ্টা যতোই করা হোক

সৃজনশীলও তেমনতরো

আপন আলোয় দীপ্তলোক।

কিন্তু সবে একটা কথা

সদায় মনে রাখা চায়

অহংবোধের শিখরচূড়ায়

গুণটা তোমার তুলো না ভাই।

যতই তুমি জ্ঞানী হবে

বিনয়ভারে রবে নত

সমাদরের আসন তোমার

শেষে হবে উচ্চ তত।

সব বিষয়ে ‘আমিত্ব’ কে

টেনে ধরার ইচ্ছে ছাড়ো

তোমার প্রাপ্য থাকলে আদৌ

বাদ যাবে না একটি বারও।

পূর্ববর্তী নিবন্ধনবীনচন্দ্র সেন : যুগপথিক কবি
পরবর্তী নিবন্ধভিন্ন ভালোবাসা