নিজ শিশুকে হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩ ডিসেম্বর, ২০২১ at ৫:৪৫ পূর্বাহ্ণ

নিজের আড়াই বছরের শিশু সন্তানকে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে মামুন হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার নগরীর ইপিজেড থানায় এই বিষয়ে মামলা দায়ের করেন নিহত শিশুর মা অর্থাৎ মামুন হোসেনের স্ত্রী আম্বিয়া খাতুন। ঘটনায় অভিযুক্ত পিতা পলাতক রয়েছে বলে জানিয়েছে ইপিজেড থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শিশুর মা-বাবা দুজনই পোশাক কারখানায় কাজ করেন। তারা নগরীর ফ্রি-পোর্ট ২ নম্বর মাইলের মাথা ডাস্টবিন সংলগ্ন জনির কলোনি বাস করতেন। গত বুধবার রাত ৮টার দিকে শিশুটির মা আম্বিয়া খাতুন বাসায় ফিরে শিশুকে অচেতন অবস্থায় দেখতে পায়। এ সময় শিশুটির মুখে দাগ ছিল। এরপর স্বামী-স্ত্রী মিলে শিশুটিকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বের হলে স্বামী মামুন হোসেন গা-ঢাকা দেন। পরে আম্বিয়া খাতুন শিশুটিকে প্রথমে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১১টায় শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ইপিজেড থানার ওসি মো. কবিরুল ইসলাম দৈনিক আজাদীকে বলেন, আঘাতে শিশু নিহত হওয়ার ঘটনায় তার পিতা মামুন হোসেন পলাতক রয়েছে। শিশুটির মা আম্বিয়া খাতুন বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। শিশুটির পিতাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধসারের অভাবে ছোট হয়ে গেছে টমেটোর সাইজ
পরবর্তী নিবন্ধতালাবদ্ধ ঘরে আগুন, অল্পের জন্য স্কুলছাত্রীর প্রাণ রক্ষা