নিজ দায়িত্ব ভালোভাবে পালন করলে মডেল ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব

‘কেমন ক্যাম্পাস চাই’ শীর্ষক মতবিনিময় সভায় চবি উপাচার্য

আজাদী প্রতিবেদন | সোমবার , ৪ নভেম্বর, ২০২৪ at ৮:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রত্যেক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে শিক্ষা, গবেষণা ও নান্দনিকতায় পূর্ণ মডেল ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার। গতকাল সোমবার দুপুরে চবি সমাজবিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে সমাজ ও রাষ্ট্রচিন্তা কেন্দ্রের আয়োজনে ‘কেমন ক্যাম্পাস চাই’ শীর্ষক মতবিনিময় সভায় চবি উপাচার্য এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নান্দনিক ক্যাম্পাস। এটিকে আরও শিক্ষার সুষ্ঠু পরিবেশসম্পন্ন নান্দনিক ক্যাম্পাস হিসাবে গড়ে তোলা হবে। যোগ্য গ্র্যাজুয়েট তৈরির কারখানা হিসাবে গড়ে তোলা হবে। সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করলে এটি সম্ভব। আমরা সৎভাবে দায়িত্বে এসেছি, কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করে আসিনি। এজন্য আমাদের কোনো ভয় নেই।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. শামীম উদ্দিন খান ও উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। এতে সভাপতিত্ব করে রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এনায়েত উল্যা পাটোয়ারী। প্যানেল আলোচকের বক্তব্য রাখেন ড. মো. শহীদুল হক। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা নানা পরামর্শ, প্রস্তাব ও দাবিদাওয়া তুলে ধরে মতামত পেশ করেন। সভা পরিচালনা করেন লোকপ্রশাসন বিভাগের প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ।

চবি উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর শামীম উদ্দিন খান বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে শিক্ষার্থীদের জন্য, শিক্ষককর্মকর্তাকর্মচারীদের জন্য নয়। সুতরাং শিক্ষার্থীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে। শিক্ষার্থীদের পড়ালেখার মান উন্নয়নের যত সুযোগ সুবিধা প্রয়োজন, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। শিক্ষার্থীদের সকল চাহিদা, প্রয়োজন গুরুত্বের ভিত্তিতে আমরা পূরণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

প্যানেল আলোচকের বক্তব্যে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহীদুল হক কেমন ক্যাম্পাস চাই, সেই প্রেক্ষিতে অনেকগুলো দাবি পরামর্শ আকারে তুলে ধরেন। তিনি বলেন, আমাদের প্রথম স্লোগান হওয়া উচিত বৈষমহীন ক্যাম্পাস চাই। আমাদের যোগ্য গ্র্যাজুয়েট চাই। নিয়মিত ক্লাস চাই, সুন্দর পরিবেশ চাই, উন্নত লাইব্রেরি চাই, যেখানে সবার পড়ার মানসম্মত পরিবেশ রয়েছে। এছাড়া বক্তব্য রাখেন চবি দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোজাম্মেল হক, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. মো. মোরশেদুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ, এ এফ রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ তাছলিম উদ্দীন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক শাহ আলম ও রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর এ জি এম নিয়াজ উদ্দিন। এসময় শুধু কথায় নয়, যাতে কার্যকর হয় সেই দাবি জানান শিক্ষার্থীরা।

পূর্ববর্তী নিবন্ধবিগত সরকারের প্রায় সব প্রকল্পই রাজনৈতিক প্রভাবে অনুমোদিত : দেবপ্রিয়
পরবর্তী নিবন্ধরাশেদ রউফ – এর অন্ত্যমিল