নিজ দল থেকে বহিষ্কৃত নেপালের প্রধানমন্ত্রী

| মঙ্গলবার , ২৬ জানুয়ারি, ২০২১ at ৯:৫০ পূর্বাহ্ণ

নিজ দল থেকে বহিষ্কৃত হলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। পার্লামেন্ট ভেঙে দেওয়ার জেরে উদ্ভূত রাজনৈতিক অস্থিরতার মধ্যেই রবিবার তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় ক্ষমতাসীন নেপাল কমিউনিস্ট পার্টি। দলের মুখপাত্র নারায়ণ কাজি শ্রেষ্ঠা সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নারায়ণ কাজি শ্রেষ্ঠা জানান, দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী ওলির সদস্যপদ বাতিল করা হয়েছে। এর আগে পার্লামেন্ট ভেঙে নির্বাচন আয়োজনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে রাজপথে নামে নেপাল কমিউনিস্ট পার্টি (এনসিপি)-র ওলি বিরোধী অংশ। দল থেকে তাকে বহিষ্কারের দাবিতেও আওয়াজ তোলে তারা। শেষ পর্যন্ত রবিবার কেন্দ্রীয় কমিটির বৈঠকে তাদের দাবি মেনে নেওয়া হয়। এনসিপি-র ওলি বিরোধী অংশের নেতা মাধব কুমার নেপাল জানিয়েছেন, ‘আমরা এনসিপি চেয়ারম্যানের পদ থেকে ওলিকে বহিষ্কার করেছি। এবার তার বিরুদ্ধে নীতিগত ব্যবস্থা নেওয়া হবে। কেননা তিনি আর কমিউনিস্ট পার্টির সদস্য থাকার যোগ্য নন। নিজের সিদ্ধান্তের জন্য তার কাছে জবাব চাওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত তিনি কোনও ব্যাখ্যা পেশ করেননি।’

পূর্ববর্তী নিবন্ধতামিমকে ছাড়িয়ে গেলেন সাকিব
পরবর্তী নিবন্ধসিঙ্গাপুরে বাংলাদেশিকে নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত সাবেক অভিনেতা