নিজ জমি থেকে বালি তুলতে বাধা দেয়ায় বৃদ্ধকে হত্যা

ফটিকছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১০ জানুয়ারি, ২০২৫ at ৯:৩০ পূর্বাহ্ণ

ফটিকছড়ির বাগান বাজারে বালু উত্তোলনে বাধা দেয়ায় দুলাল (৬৫) নামের এক বৃদ্ধকে বালির মেশিনের লোহার প্যাডেল দিয়ে আঘাত করে হত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাগান বাজার ৩ নম্বর ওয়ার্ডের সোনাইছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্যসহ অন্যান্যদের কাছ থেকে জানা যায়, কয়েকজন ব্যক্তি জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন করতে চাইলে বাধা দেন জমির মালিক দুলাল। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা তার মাথায় বালির মেশিনের লোহার প্যাডেল দিয়ে সজোরে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করায়। সেখান থেকে স্বজনরা চমেক হাসপাতালে নিয়ে গেলে বিকেলের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ভূজপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুল হক বলেন, বালি তুলতে বাধা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ মামলা প্রক্রিয়াধীন আছে।

পূর্ববর্তী নিবন্ধ১৪ ঘণ্টা পর অনশন স্থগিত চবির ৬ শিক্ষার্থীর
পরবর্তী নিবন্ধএক রোহিঙ্গার এনআইডি যাচাই করতে এসে আরেক রোহিঙ্গা আটক