নিজ চেম্বারে মারধরের শিকার আইনজীবী

থানায় মামলা, আটক ১

আজাদী প্রতিবেদন | বুধবার , ৬ জুলাই, ২০২২ at ১০:৩২ পূর্বাহ্ণ

কোর্ট হিলের নিজ চেম্বারে মারধরের শিকার হয়েছেন আইনজীবী সমীর দাশ গুপ্ত। তিনি রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। এসময় ঘটনার সাথে জড়িত জয় দাশ গুপ্ত নামের একজনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় আইনজীবী সমিতি।

এদিকে এ ঘটনায় কোতোয়ালী থানায় পাঁচজনের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেছেন সমীর দাশ গুপ্ত। তারা হলেন, জয় দাশ গুপ্ত, বিকাশ দাশ গুপ্ত, স্বপন কুমার বনিক, মো. নেজাম উদ্দিন ও মো. হেলাল। মামলার এজহারে বলা হয়, আসামিদের মধ্যে বিকাশ দাশ গুপ্ত ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন। নির্বাচন কালীন সময়ে নকল সার্টিফিকেট ব্যবহার সংক্রান্তে তার বিরুদ্ধে মামলা রুজু হয়।

এর পর থেকে বিকাশ দাশ গুপ্তসহ অন্যান্যরা তার সাথে শত্রুতা শুরু করে। এরই ধারাবাহিকতায় আজ (গতকাল) দুপুরে আসামিরা এসে তাকে হুমকি ধমকি দেয় এবং মারধর করে চাঁদা দাবি করেন। একপর্যায়ে মক্কেলের দেয়া ১ লাখ টাকা লুটপাট করে নিয়ে যায়।

এজহারে আরো বলা হয়, পরবর্তীতে চিৎকারের শব্দ শুনে আশেপাশের আইনজীবীরা এসে তাকে রক্ষা করেন এবং আসামিদের মধ্য থেকে জয় দাশ গুপ্তকে আটক করেন। এ বিষয়ে ভোক্তভোগী আইনজীবী সমীর দাশ গুপ্ত আজাদীকে বলেন, আমার উপর অতর্কিত হামলা হয়েছে। নাকে ও চোখে আঘাত পেয়েছি। থানায় মামলা করেছি। আশা করছি, থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

পূর্ববর্তী নিবন্ধজেলা পরিষদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান ৮ জুলাই
পরবর্তী নিবন্ধকাদেরিয়া চিশতিয়ার ভিত্তিপ্রস্তর স্থাপন