নিজ কেন্দ্রে ভোট দিলেন স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ৭ জানুয়ারি, ২০২৪ at ১০:৫৮ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম-১৫ আসনের ভোটগ্রহণ শুরু হয়েছে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে। ভোরের আলো ফোঁটার সাথে সাথে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোটকেন্দ্রে আসতে শুরু করেন ভোটাররা। রবিবার ৭ (জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড চিববারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন এই আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবদুল মোতালেব।

প্রার্থীর নিজ কেন্দ্র হওয়ায় এই কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক ভালো থাকলেও, বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম, সাতকানিয়া উপজেলার ১৩৩নং কেন্দ্র বারদোনা শিশু কল্যান কেন্দ্রে দেড় ঘন্টায় ভোট পড়েছে ১৫০টি।

স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেব গণমাধ্যমকে বলেন, ভোটাররা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আমি চাই ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, কোন ধরনের মারামারি যাতে না হয়। সুষ্ঠু ভোটের মাধ্যমে সবাই আমাকে বিজয়ী করতে মুখিয়ে আছে।

ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সাতকানিয়া উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নের ১২৫৬০১ জন পুরুষ ভোটার এবং ১০৯১৮৪ জন নারী ভোটারের সমন্বয়ে সর্বমোট ২৩৪৭৮৪ জন ভোটারের ভোটাধিকার নিশ্চিত করতে ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ১০৮০ জন আনসার সদস্য, ৩০০ জন পুলিশ সদস্য, ১৬ জন র‍্যাব সদস্য, ৩ প্লাটুন ৬০ জন বিজিবি সদস্য, ৪০ জন সেনাবাহিনী সদস্য কাজ করছেন।

পূর্ববর্তী নিবন্ধমাকে সাথে নিয়ে ভোট দিলেন নৌকা প্রার্থী রুহেল
পরবর্তী নিবন্ধপরিবারকে সাথে নিয়ে সীতাকুণ্ডে ভোট দিলেন নৌকা প্রার্থী মামুন