নিজ কলেজের সামনেই লরি চাপায় ছাত্রীর মৃত্যু

চালক ও সহকারী আটক

মীরসরাই প্রতিনিধি | বুধবার , ৩ আগস্ট, ২০২২ at ৬:৩৬ পূর্বাহ্ণ

রাস্তা পার হওয়ার সময় লরি চাপায় নিহত হয়েছেন মিশু রানী দেবী পলি (১৮) নামে এক কলেজ ছাত্রী। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের নিজামপুর কলেজ ক্যাম্পাসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, প্রাইভেট পড়তে সেইফ লাইনে করে মহাসড়কের নিজামপুর কলেজের পূর্ব পাশে নেমে সড়ক পার হওয়ার সময় মর্মান্তিকভাবে নিহত হন পলি। তিনি নিজামপুর সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের ব্যবসা শাখার ছাত্রী। পুলিশ লরিসহ চালক শাহজাহান শেখ (৪৯) ও চালকের সহকারী মো. লিমনকে আটক করেছে।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কোহিনুর বলেন, দ্রুতগামী লরির ধাক্কায় কলেজ ছাত্রী পলি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি এবং লরির চালক ও সহকারীকে আটক করতে সক্ষম হই। তারা এখন থানা হাজতে রয়েছেন। পলির বাবা মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সূর্য মোহন দেবনাথ পেশায় কাঠমিস্ত্রি। তার স্বপ্ন ছিল মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পড়াবেন। কিন্তু সেই স্বপ্ন শেষ হয়ে গেল। এদিকে গতকাল দুপুর ২টায় মৃতদেহ নিজ গ্রামে পলির সৎকার করা হয়।

অশ্রুসিক্ত নয়নে সূর্য মোহন দেবনাথ বলেন, করোনার কঠিন সময়ে আমি মানুষের বাড়িতে কাজ করে মেয়েকে প্রাইভেট পড়িয়েছি। আমার ছেলে ১০ম শ্রেণীর শিক্ষার্থী প্রান্ত দেবনাথকে সে নিজে পড়াত আর ভাইকে ডাক্তার বানানোর স্বপ্ন দেখত। মা মীরা রানী দেবী আহাজারি করছিলেন। কাঁদতে কাঁদতে তিনি বলেন, পলি প্রতিদিন সকাল ৬টায় বাড়ি থেকে বের হয় ৭টা থেকে ৯টা পর্যন্ত একাউন্টিং ও ইংরেজি প্রাইভেট পড়ে। আজও (গতকাল) সকালে বেরিয়ে গেছে। ৮টা বাজে ফিরল লাশ হয়ে। আমাদের সব স্বপ্ন শেষ হয়ে গেল।

পূর্ববর্তী নিবন্ধফুল আনতে গিয়ে ফিরল লাশ হয়ে
পরবর্তী নিবন্ধতবুও কমেনি ডিজেলের ব্যবহার