ফটিকছড়িতে নিখোঁজের তিনদিন পর পুকুরে ভাসমান অবস্থায় মো. রিফাত (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর ২টার দিকে উপজেলার নানুপুর ইউপির ২ নং ওয়ার্ডস্থ ওয়াইছ কাজি বাড়ির তালপুকুরে ভাসমান অবস্থায় ওই শিশুকে দেখতে পান স্থানীয়রা।
স্থানীয়রা জানান, তালপুকুর পাড়ে কয়েকজন শিশু খেলা করার সময় পুকুর পাড়ের কাছাকাছি এক শিশুর লাশ ভাসতে দেখে সবাইকে জানায়। পরে অন্যরা এসে নিহত ওই শিশুর পিতামাতা খবর দেয়া হয়। তারা এসে নিশ্চিত হন এটা তাদের সন্তান রিফাতের মরদেহ।
নিহত শিশুর পিতা মো. রফিক জানান, তিনদিন আগে সন্ধ্যার পর থেকে আমার ছেলেকে পাচ্ছি না। আজ খবর পেয়ে এসে দেখি আমার ছেলে পুকুরে ভেসে আছে। কেউ আমার ছেলেকে শত্রুতা করে মেরে ফেলেছে। আমার বাড়ি কুতুবদিয়া উপজেলার লেমশিখালী ইউনিয়নে। তবে ৪ বছর ধরে চায়ের দোকানে কাজ করি এবং মাইজভান্ডার নোয়াপাড়ায় এলাকায় কলোনিতে ৪ সন্তান এবং স্ত্রী নিয়ে বসবাস করছি।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ নুরুল হুদা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে।