নিখোঁজের পাঁচদিন পর ডোবায় মিলল প্রবাসীর গলিত লাশ

রাউজান প্রতিনিধি | বুধবার , ৩০ অক্টোবর, ২০২৪ at ৮:১৮ পূর্বাহ্ণ

নিখোঁজের পাঁচদিন পর ডোবায় মিলল মুহাম্মদ আজম খান (৫২) নামের এক প্রবাসীর লাশ। গতকাল মঙ্গলবার সকালে রাউজানের মইশকরম এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত প্রবাসী উপজেলার মইশকরম এলাকার নুর বক্সের ছেলে।

নিহতের স্ত্রী লাকি আকতার বলেছেন, গত ২৫ অক্টোবর আজম খান বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য সবখানে খোঁজ নেয়ার পর পরিবারের সদস্যরা এই ঘটনায় থানায় একটি নিখোঁজ ডাইরি করেছিলেন। স্বামীর সন্ধান চালিয়ে যাওয়ার পাশাপাশি তার ফোনে বার বার যোগাযোগের চেষ্টার মধ্যে শনিবার তার মুঠোফোনে কল করলে রিসিভ করে অজ্ঞাতনামা এক ব্যক্তি। ফোন রিসিভ করে জানায় তাঁর স্বামী ফেনীর একটি হাসপাতালে ভর্তি আছে। সেখানে তাকে যেতে বলেন। এরপর থেকে ওই ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

স্থানীয়রা জানায়, গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় কয়েকজন লোক ওই এলাকার ময়লা আবর্জনা ভর্তি একটি ডোবায় বিচ্ছিন্নভাবে কাঁক উড়তে দেখে কাছে গিয়ে দেখতে পায় অর্ধগলিত লাশ। পরে তারা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেন।

রাউজান থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, নিহত ব্যক্তির লাশটি অর্ধগলিত অবস্থায় ছিল। যার কারণে শরীরে কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়া গেলে ঘটনার রহস্য জানা যাবে। তখন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধভেপ্পাপাড়া ছড়ার মুখের ধস আরো বড় হচ্ছে
পরবর্তী নিবন্ধহিসপ্যানিক পুরুষ সমর্থনে এগিয়ে ট্রাম্প, শ্বেতাঙ্গ নারীতে হ্যারিস