নিখোঁজের একদিন পর পুকুরে মিলল মৃগীরোগী যুবকের লাশ

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ২ ডিসেম্বর, ২০২৪ at ১০:০৯ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে নিখোঁজের এক দিন পর পুকুর থেকে ফরহাদুল ইসলাম মুন্না (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গত রোববার বিকেল সাড়ে ৩টার দিকে মীরসরাই ফায়ার সার্ভিস ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করে।

ফরহাদুল ইসলাম মীরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শেখের তালুক গ্রামের শায়েস্তা খাঁ মিয়া বাড়ির মো. হান্নানের বড় ছেলে। তার স্বজন মো. নুরুল করিম জানান, গত শনিবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ হন। রাতে অনেক খোঁজাখুঁজি করেও কেউ কোনো সন্ধান পায়নি। তিনি মৃগীরোগে ভুগছিলেন। তার পায়ে থাকা স্যান্ডেল সকালে বাড়ির পুকুরে ভাসতে দেখে পরিবারের লোকজন ফায়ার স্টেশনে খবর দেয়। দুপুরে ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। বিকেল সাড়ে ৩টার দিকে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।

মীরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি জানান, ফরহাদুল ইসলাম মুন্না নামের এক যুবক পুকুরে পড়েছে এমন খবরে মীরসরাই ফায়ার সার্ভিস ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরী দলের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দুই ঘণ্টা চেষ্টায় তাকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবন্দরে জাহাজের ক্রেনের হুক ছিঁড়ে দুইজন আহত
পরবর্তী নিবন্ধবায়েজিদে স্যাটেলাইট ক্লিনিক