মালয়েশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, নিখোঁজ যাত্রীবাহী উড়োজাহাজ ফ্লাইট এমএইচ৩৭০–র খোঁজে ৩০ ডিসেম্বর থেকে অনুসন্ধান আবার শুরু হচ্ছে। এক দশকের বেশি সময় আগে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হওয়া ফ্লাইটটি কোনো চিহ্ন না রেখে পুরোপুরি গায়েব হয়ে যায়, যা আধুনিক বিশ্বের বিমান পরিবহনের সবচেয়ে রহস্যময় ঘটনাগুলোর একটি হয়ে আছে। খবর বিডিনিউজের।
২০১৪ সালে কুয়ালালামপুর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই নির্দিষ্ট পথ থেকে সরে যায় মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইটটি। বোয়িং কোম্পানির ৭৭৭ মডেলের এ উড়োজাহাজটিতে তখন ২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিল। যাত্রীদের অধিকাংশই, ১৫০ জন ছিলেন চীনের নাগরিক।
অন্যদের মধ্যে ৫০ জন মালয়েশিয়ার এবং ফ্রান্স, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও কানাডার নাগরিকারাও ছিলেন। নিখোঁজ হওয়ার পর থেকে এই উড়োজাহাজটির সন্ধানে একাধিক তল্লাশি অভিযান চালানো হলেও সবাই বিফল হয়।











