চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) নিউরো সার্জারি ওয়ার্ডে ব্রেন টিউমারসহ অনেক জটিল রোগীর অপারেশনের সিরিয়াল পেতেই কেটে যায় প্রায় মাসখানেক সময়। এছাড়া অপারেশন পরবর্তী জটিলতায় কোনো রোগীর আইসিইউ (নিবিড় পরিচর্যা ইউনিট) বেডের প্রয়োজন হলে প্রায় সময় পাওয়া যায় না। আইসিইউ’র জন্য হন্য হয়ে ঘুরতে ঘুরতে অনেক সময় নিভে যায় রোগীর প্রাণ প্রদীপ। তবে এবার সেই সংকট ঘুচছে। চট্টগ্রামের একটি শিল্প প্রতিষ্ঠানের অর্থায়নে স্থাপিত হচ্ছে ১০টি আইসিইউ বেড। ফলে অপারেশন পরবর্তী কোনো রোগীর হঠাৎ আইসিইউর প্রয়োজন হলে রোগীর স্বজনদের আর ভোগান্তি পোহাতে হবে না। এছাড়া ওয়ার্ডে যুক্ত হচ্ছে নতুন অপারেশন থিয়েটারও। আগামী দুই মাসের মধ্যে নতুন অপারেশন থিয়েটার ও আইসিইউ বেড স্থাপনের কাজ শেষ হবে বলে আশা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
নিউরো সার্জারি ওয়ার্ডের চিকিৎসকরা বলছেন, ওয়ার্ডে সরকার অনুমোদিত বেড রয়েছে ৪৫টি। তবে রোগীর চাপ বাড়ার কারণে বেড বসানো হয়েছে ১০০টি। তারপরেও মেঝেতে রোগী ভর্তি দিতে হচ্ছে। প্রতিদিন সড়ক দুর্ঘটনার রোগী, মস্তিস্কের আঘাতজনিত রোগী, স্ট্রোকের রোগীসহ বিভিন্ন জটিল রোগী ভর্তি হচ্ছে ৩০ থেকে ৪০ জন। সেই হিসেবে ওয়ার্ডে নিয়মিত রোগী ভর্তি থাকছে দুইশতাধিক। এরমধ্যে অনেক রোগীর জরুরি অপারেশনের প্রয়োজন হয়। বর্তমানে নিউরো সার্জারি ওয়ার্ডের জন্য নির্ধারিত দুটি অপারেশন থিয়েটার যথেষ্ট নয়। এখন নতুন অপারেশন থিয়েটার স্থাপিত হলে নি:সন্দেহে রোগীদের অপারেশনের অপেক্ষমাণ সময় কমে আসবে। এছাড়া যেকোনো অপারেশনের পরবর্তী রোগীদের কিছু জটিলতা দেখা দিতে পারে। বিশেষ করে মস্তিস্কের অপারেশনের পর আইসিইউ সাপোর্ট লাগতে পারে। ওয়ার্ডে যেহেতু আইসিইউ বেড বসানো হচ্ছে, তাই রোগীরা এর সুফল পাবেন।
জানা গেছে, বৃহত্তর চট্টগ্রামের প্রায় ৪ কোটি মানুষের জন্য উন্নত স্বাস্থ্য সেবার একমাত্র ভরসা চমেক হাসপাতাল। উচ্চবিত্ত কিংবা উচ্চ মধ্যবিত্তরা বিভিন্ন বেসরকারি হাসপাতাল–ক্লিনিকে সেবা নিলেও অর্থের অভাবে গরীব রোগীদের পক্ষে সেটি সম্ভব হয় না। সরকারিভাবে যে অপারেশনের খরচ পড়ে ১৫ থেকে ২০ হাজার টাকা, সেটি বেসরকারিতে সেই খরচ পড়ে ১ থেকে ২ লাখ টাকা।
চমেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগ সূত্রে জানা গেছে, অপারেশন থিয়েটার ও আইসিইউ বেড যুক্ত হলেও বিভাগে রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট। ৪ জন অধ্যাপকের পদ থাকলেও বর্তমানে একজনও নেই। এছাড়া ৫ সহযোগী অধ্যাপকের পদে বর্তমানে আছেন ৪ জন। এছাড়া ৪ সহকারী অধ্যাপক পদে আছেন একজন। তাই খালি পদে চিকিৎসক পদায়ন করা হলেও বিভাগের কাজের গতি আরো বৃদ্ধি পাবে বলছেন সংশ্লিষ্টরা। তবে বর্তমানে রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার ও পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের দিয়ে ওয়ার্ডের নিয়মিত কার্যক্রম চালাতে হচ্ছে।
চমেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. রবিউল করিম দৈনিক আজাদীকে বলেন, বর্তমানে আমাদের নিউরো সার্জারি ওয়ার্ডের জন্য দুটি ডেডিকেটেড অপারেশন থিয়েটার রয়েছে। এছাড়া আরো একটি স্থাপনের কাজ চলমান আছে। একইসাথে ওয়ার্ডে ১০ বেডের আইসিইউ স্থাপন করা হচ্ছে। এতে অপারেশনের গতির বাড়ার পাশাপাশি আইসিইউ বেডের সংকটও ঘুচবে।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, নিউরো সার্জারি ওয়ার্ডে অপারেশন থিয়েটার ও আইসিইউ বেড স্থাপন করা হচ্ছে। আপনারা জানেন, এই হাসপাতালে বেশিরভাগ গরীব রোগী সেবা নিতে আসেন। আইসিইউ সংকটের কারণে অনেক রোগী চোখের সামনে খারাপ হয়ে যায়। এখন অন্তত সেই সমস্যা কিছুটাও হলে লাঘব হবে। আশা করি আগামী দুই মাসের মধ্যে নতুন অপারেশন থিয়েটার ও আইসিইউ বেড স্থাপনের কাজ শেষ করা যাবে।