নিউরন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আলোর জুটি সংঘ

| সোমবার , ৩ মার্চ, ২০২৫ at ১:০১ অপরাহ্ণ

উত্তর আগ্রাবাদ পানওয়ালা পাড়ার ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন নিউরন স্পোর্টিং ক্লাব আয়োজিত শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সমপ্রতি সবুজবাগ আবাসিক এলাকা মাঠে খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল করিম, ব্যারিস্টার এম মোস্তাক হোসেন, অ্যাডভোকেট গালিব চৌধুরী ও পানওয়ালা পাড়া সমাজকল্যাণ পরিষদের মোহাম্মদ জাফর (সর্দার)। নিউরন স্পোর্টিং ক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ ইমনের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক আমির সোহেলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা ক্লাবের ক্রীড়া আয়োজনের প্রশংসা করেন। তারা বলেন, এ ধরনের টুর্নামেন্ট তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে, সামাজিক সমপ্রীতি বাড়ায় এবং মাদকসহ নানা অপসংস্কৃতি থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানওয়ালা পাড়া বড় জামে মসজিদের মোতওয়াল্লি কবীর আহমেদ, রাহাতউল্লাহ, ডলফিন ক্লাবের সভাপতি ফিরোজ আহমেদ, ওয়াহিদ হালিম প্রমুখ। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে আলোর জুটি সংঘ ৭ উইকেটে এইচ পি রাইডার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব পায়। বিশেষ পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়রা হলেন সেরা খেলোয়াড় আলোর জুটি সংঘের আবরার মাহমুদ লতফি, সেবা ব্যাটসম্যান হাজী সাহেব ডোমিনেটরস’র সৈকত চিকু, সেরা বোলার এইচ পি রাইডার্সের বায়েজিদ। চ্যাম্পিয়ন আলোর জুটি সংঘকে ট্রফি সহ নগদ ১৮ হাজার টাকা এবং রানার্স আপ এইস পি রাইডার্সকে ট্রফি সহ নগদ ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাসান মুরাদ, মো. ইমরান, আবদুল্লাহ আল শাহেদ, মহসিন, ওমর, ওসমান তারেক, সাজু,আজাদ, সৌরভ, শিপন, দিপু, রাজি, কায়েস, সাহেদ, তাসবি, সাহেদ, আমিন, শহিদুল ইসলাম, গোলাপ ও ইফাত।

পূর্ববর্তী নিবন্ধসন্ধান স্পোর্টিং ফুটবল একাডেমির নতুন জার্সি উন্মোচন
পরবর্তী নিবন্ধবাংলাদেশ-পাকিস্তান পরিত্যক্ত ম্যাচের টিকিটের মূল্য ফেরত দেবে পিসিবি