নিউমোনিয়া ও ডায়রিয়ারপ্রকোপ বাড়ছে

খাগড়াছড়িতে ১৫ দিনে ৩ শিশুর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ মার্চ, ২০২১ at ৭:২০ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে বেড়েছে নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ। ঋতু পরিবর্তনের সাথে সাথে জ্বর ঠাণ্ডা সর্দিতে আক্রান্ত হচ্ছে শিশুরা। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৫ দিনে ৩ শিশুর মৃত্যু হয়েছে খাগড়াছড়ি সদর হাসপাতালে। অপরদিকে রোগীর চাপ বাড়ায় জনবল সংকটের কারণে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে নার্স ও চিকিৎসকরা।
সংশ্লিষ্টরা জানান, বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে কোনো শয্যা খালি নেই। অনেকে বেড না পেয়ে হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিচ্ছে। শিশু ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স পারমিতা চাকমা। তিনি বলেন, ঠাণ্ডায় আক্রান্ত শিশুদের বেশিরভাগের বয়স ৬ থেকে ১৮ মাস। প্রতিদিন গড়ে ১০-১৫ জন শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। চিকিৎসা নিতে আসা শিশুদের স্বজনরা বলেন, বাচ্চারা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। হাসপাতালে ৩-৪ দিন রাখার পর সুস্থ হচ্ছে। খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ রাজেন্দ্র ত্রিপুরা বলেন, অনেক সময় অভিভাবকরা সন্তানদের দেরিতে হাসপাতালে আনে। এতে অনেক রোগীকে বাঁচানো সম্ভব হয় না। অপরদিকে হাসপাতালের বর্হিবিভাগে রোগীর চাপ বাড়ছে আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সিভিল সার্জন নুপুর কান্তি দাশ।

পূর্ববর্তী নিবন্ধকারখানা পোড়ার পরেও বন্ড সুবিধায় ৭৫ ইউপি!
পরবর্তী নিবন্ধপটিয়ায় ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু