বাঁশখালী আদালতের আইনজীবী সহকারী নিউটন দেবনাথ (৫০) গতকাল সোমবার দুপুর ১২টায় পরলোকগমন করেন। এর আগে অফিস চলাকালে নিজ অফিস কক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বাঁশখালী হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রয়াত নিউটন দেবনাথ চাম্বল ইউনিয়নের দক্ষিণ চাম্বল নাথ পাড়া এলাকার দেবেন্দ্র নাথের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন রেখে যান।