নিউজিল্যান্ডের লাতাম এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণে প্রচন্ড ঝাঁকুনিতে অন্তত ৫০ জন আহত হয়েছে। এর মধ্যে ১২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে জরুরি সেবা সংস্থা। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বিবিসি জানায়, বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার প্লেনটি সোমবার সিডনি থেকে অকল্যান্ড যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। কয়েকটি খবরে বলা হয়েছে, কয়েকজন যাত্রী হঠাৎ মাঝআকাশে প্লেনটির নিচে নেমে যাওয়া অনুভব করেন। আর এতেই কিছু মানুষ তাদের আসন থেকে ছিটকে যান। খবর বিডিনিউজের।
তাদের মাথা ধাক্কা খায় উড়োজাহাজের সিলিংয়ের সঙ্গে। এক বিবৃতিতে এয়ারলাইন্স বলেছে, যাত্রীদের এই অসুবিধা এবং অস্বস্তির জন্য লাতাম গভীরভাবে দুঃখিত। লাতাম এর মানদণ্ড অনুযায়ী, যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।
যান্ত্রিক ত্রুটির বিষয়ে বিস্তারিত জানা যায়নি। কিংবা কি কারণে এই ত্রুটি হল তাও এখনও জানা যায়নি। জরুরি সেবা টীমকে বিমানবন্দরে পাঠানো হয়েছে। তারা বলেছে, এখন পর্যন্ত প্রায় ৫০ জনকে চিকিৎসা সেবা দিয়েছে। প্লেনে যারা ছিলেন তাদের একজনের উদ্ধৃতি দিয়ে নিউজিল্যান্ড রেডিও জানিয়েছে, কিছু যাত্রী সিটবেল্ট পরে ছিলেন না।
আরেক যাত্রী জানিয়েছেন, তিনি চারপাশে লোকজনকে উড়ে পড়তে দেখছিলেন এবং সিলিংয়ে রক্তের চিহ্নও দেখেছেন। নিউজিল্যান্ড রেডিও জানায়, প্লেনটির অকল্যান্ড থেকে চিলির রাজধানী সান্তিয়াগো যাওয়ার কথা ছিল। সেই ফ্লাইট বাতিল করা হয়েছে। মঙ্গলবার নতুন একটি ফ্লাইটের যাত্রা নির্ধারণ করা হয়েছে।










