দ্বিপাক্ষিক সিরিজ খেলতে প্রথমবারের মতো নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেট দল । আগামী ডিসেম্বরের এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা। দুই সংস্করণে ছয় ম্যাচের প্রতিটি হবে আলাদা ছয়টি মাঠে।
২০২২-২৩ মৌসুমে ঘরের মাঠে পুরুষ ও নারী দলের ক্রিকেট সূচি গতকাল মঙ্গলবার প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। নিগার সুলতানা, ফারজানা হকদের সিরিজ শুরু হবে ২০ ওভারের ক্রিকেট দিয়ে।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ২ ডিসেম্বর হবে প্রথম টি-টোয়েন্টি। ডানেডিনের ইউনিভার্সিটি অব ওটাগো ওভালে ৪ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ, কুইন্সটাউনের জন ডেভিস ওভালে ৭ ডিসেম্বর হবে তৃতীয় ম্যাচ। ওয়ানডে ম্যাচ তিনটি হবে ১১, ১৪ এবং ১৮ ডিসেম্বর।