চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ গ্রুপ লিগ ম্যাচে ভারত ৪৪ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিতে পেয়েছে অস্ট্রেলিয়াকে। ম্যাট হেনরির ফাইফারে ২৪৯ রানের অল্প পুঁজি গড়েও ভারত বোলিংয়ে দারুণ পারফরম্যান্স দেখায়। নিউজিল্যান্ড ২৫০ রানের লক্ষ্যে খেলতে নেমে বরুণ চক্রবর্ত্তীর স্পিন বিষে ২০৫ রানে অলআউট হয়ে যায়। ভারতীয় স্পিনার পাঁচ উইকেট নিয়ে জয়ের নায়ক বনে যান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই ম্যাচে প্রথমবার দুজন বোলার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন। ৪৫.৩ ওভারে নিউজিল্যান্ডকে অলআউট করে ভারত। এই জয়ে ‘এ’ গ্রুপের সেরা তারা। সেমিফাইনালে রোহিত শর্মার দল ‘বি’ গ্রুপে রানার্স আপ অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে। ২৫০ রানের লক্ষ্যে নেমে ১৭ রানে রাচিন রবীন্দ্রকে (৬) হারায় নিউজিল্যান্ড। হার্দিক পান্ডিয়ার বলে ডিপ থার্ডে দাঁড়ানো অক্ষর প্যাটেল সামনে ডাইভ দিয়ে দারুণ ক্যাচ নেন। উইল ইয়াং ও কেন উইলিয়ামসন ওই ধাক্কা বুঝতে দেননি। দুজনের জুটি ভেঙে যায় দলীয় ৪৯ রানে। পাঁচ উইকেট নেওয়ার পথে বরুণের প্রথম শিকার হন ইয়াং (২২)। ড্যারিল মিচেল (১৭) বড় ইনিংস খেলতে না পারলেও নিউজিল্যান্ড স্বস্তির মধ্যে ছিল। কুলদীপ যাদব তাকে ফেরান। উইলিয়ামসনের সঙ্গে টম ল্যাথামের ৪০ রানের জুটি ভাঙতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। ১৪ রানে রবীন্দ্র জাদেজার শিকার হন ল্যাথাম। তারপর বরুণের স্পিন জাদুতে ছন্নছাড়া কিউইরা। টানা দুই ওভারে গ্লেন ফিলিপস (১২) ও মাইকেল ব্রেসওয়েল (২) তার শিকার হন। হাফ সেঞ্চুরি করে উইলিয়ামসন হাল ধরে রেখেছিলেন। কিন্তু অক্ষরের বলে ক্রিজ ছেড়ে মারতে গিয়ে স্টাম্পিং হন তিনি। শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের জয়ের ক্ষীণ আশা। ১২০ বলে ৭ চারে ৮১ রানে আউট হন উইলিয়ামসন। মিচেল স্যান্টনার দুটি বড় ছক্কা মেরে ম্যাচে ফেরার আভাস দিলেও বরুণের কাছে থামেন। ২৮ রান করেন তিনি। একই ওভারে নিউজিল্যান্ডের হয়ে পাঁচ উইকেট নেওয়া ম্যাট হেনরিকে ফেরান বরুণ। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচ খেলতে নেমেই পাঁচ উইকেট তুলে নিলেন তিনি। কুলদীপ উইলিয়াম ও’রোর্কেকে ফিরিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সারেন। ১০ ওভারে ৪২ রান দিয়ে পাঁচ উইকেট পকেটে পুরেছেন বরুণ। চলতি আসরে বাংলাদেশের বিপক্ষেও চ্যাম্পিয়ন্স ট্রফি অভিষেকে পাঁচ উইকেট নেন ভারতের পেসার মোহাম্মদ শামি। তাকে ছাপিয়ে প্রতিযোগিতার ইতিহাসে দ্বিতীয় সেরা অভিষেক হলো বরুণের। ওয়ানডেতে সবচেয়ে দ্রুততম পাঁচ উইকেট নেওয়া ভারতীয় বোলারও তিনি। তার চেয়ে একটি বেশি তিনটি ওয়ানডে খেলে প্রথম পাঁচ উইকেট পান স্টুয়ার্ট বিন্নি, ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে। এর আগে হেনরির বোলিং তোপে পড়ে ভারত সুবিধা করতে পারেনি। শ্রেয়াস আইয়ার ইনিংস সেরা ৭৯ রান করে বড় ভূমিকা রাখেন। এছাড়া হার্দিক ৪৫ ও অক্ষর ৪২ রান করেন। আগামীকাল ৪ মার্চ,মঙ্গলবার বিকাল ৩টায় দুবাইতে অস্ট্রেলিয়া ও ভারতের প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। পরের দিন ৫ মার্চ বিকাল ৩টায় লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।