নগরের নিউ মার্কেট মোড়ে যাত্রীবাহী একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় দ্রুত নেমে যাওয়ায় যাত্রীদের কেউ হতাহত হননি। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস নন্দনকানন স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। এদিকে বাসটির চালক ও হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম আজাদীকে বলেন, কেউ বাসটিতে আগুন লাগাতে পারে। এটা আমরা তদন্ত করছি।
জানা গেছে, বাসটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়–অক্সিজেন–নিউ মার্কেট রুটে চলাচল করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যাত্রী নিয়ে নিউ মার্কেট মোড়ে পৌঁছে যাত্রী নামার সময় আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ–সহকারী পরিচালক আবদুর রাজ্জাক আজাদীকে বলেন, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে নিউ মার্কেট মোড়ে আল–মক্কা মদিনা নামে বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। ননন্দকানন স্টেশন আগুন নির্বাপণ করে। এ ঘটনায় কেউ হতাহত হননি। আগুনে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।