নিউ মার্কেট এলাকায় সড়ক সংস্কার কাজ পরিদর্শনে ভারপ্রাপ্ত মেয়র

| মঙ্গলবার , ১৪ নভেম্বর, ২০২৩ at ১০:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন রোড থেকে নিউ মার্কেট সদরঘাট মোড় পর্যন্ত রাস্তা, ফুটপাত, ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেছেন ভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটন। এসময় ভারপ্রাপ্ত মেয়র চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এ পয়েন্টটির কাজ দ্রুত সময়ের মধ্যে কাজের মান রক্ষা করে শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এতে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুম, আবু তাহের, মো. আশফাক, প্রণব শর্মা প্রমুখ। পরিদর্শনকালে এলাকাবাসী ভারপ্রাপ্ত মেয়রের কাছে এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তিনি পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইসিএমএবি’র ছাত্র-ছাত্রীদের শোভাযাত্রা ও আলোচনা সভা
পরবর্তী নিবন্ধস্মার্ট কৃষি ব্যবস্থার মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করতে হবে