নিউ ইয়র্ক নগরীর মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

| শুক্রবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:৩৯ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহর নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে চলা ফেডারেল দুর্নীতির তদন্তের পর তার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে বলে মার্কিন গণমাধ্যম জানিয়েছে। প্রায় তিন বছর আগে অপরাধ দমনের প্রতিশ্রুতি দিয়ে নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছিলেন অ্যাডামস (৬৪) । কিন্তু তিনি ও তার বৃত্তের শীর্ষ কর্মকর্তাদের একটি চক্র একাধিক ফেডারেল দুর্নীতির অভিযোগের অংশ হিসেবে ক্রমবর্ধমান তদন্তের মুখোমুখি হয়েছেন। খবর বিডিনিউজের।

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হলে নিউ ইয়র্ক নগরীর এ পর্যন্ত ১১০ জন মেয়রের মধ্যে দায়িত্বে থাকা অবস্থায় এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া প্রথম মেয়র হবে অ্যাডামস, জানিয়েছে রয়টার্স। বুধবার রাতে এক ভিডিও বিবৃতিতে ডেমোক্র্যাট রাজনীতিক দাবি করেছেন, মামলা হলে তা মিথ্যার ওপর ভিত্তি করে করা সম্পূর্ণ ভুয়া অভিযোগ হবে।

তিনি দায়িত্বপালনরত অবস্থায়ই মামলার বিরুদ্ধে লড়াইয়ের প্রত্যয় জানিয়েছেন। তিনি বলেন, আমি জানি আমি নির্দোষ। আমি যদি অভিযুক্ত হই তাহলে আমি আশু বিচারের অনুরোধ জানাবো যেন নিউ ইয়র্কাররা সত্যটি জানতে পারে। নিজের ভিডিও বিবৃতিতে নিউ ইয়র্কবাসীকে ধৈর্য ধরার ও তার জন্য প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন তিনি। আমার শক্তির ও উদ্দীপনার প্রতি আউন্স দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবো আমি, বলেছেন তিনি। বহু প্রভাবশালী রাজনীতিক ও কর্মকর্তা অ্যাডামসকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে মেয়রের পদে থেকেই অভিযোগের বিরুদ্ধে লড়াই করে যাবেন বলে জানিয়েছেন। সিবিএস নিউজ জানিয়েছে, অ্যাডামস বৃহস্পতিবার প্রাথমিকভাবে আদালতে হাজির হবেন, তখন ফেডালের কৌঁসুলিরা তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধতামিলনাড়ুতে এক পরিবারের আত্মহত্যা, লাশ মিলল গাড়িতে
পরবর্তী নিবন্ধলেবাননে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল