মানবিক সংগঠন নিঃস্বার্থ নবজীবন সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দনাইশে শিশুদের মাঝে উপহার ও শিক্ষাসামগ্রী বিতরণ গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্য আকাশ দাশ ও প্রিয়া ঘোষের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী ক্লিনটন আচার্য্য। উদ্বোধন করেন দুলাল কান্তি মজুমদার। প্রধান অতিথি ছিলেন সমাজসেবক শম্ভু দাশ। বিশেষ অতিথি ছিলেন শ্যামল বৈদ্য, রামকৃষ্ণ ডা. সুনীল ভট্টাচার্য, বিষ্ণুযশা চক্রবর্তী, রূপক কান্তি ঘোষ, গোপাল কৃষ্ণ ঘোষ, প্রধান শিক্ষক পরিমল কান্তি পাল, প্রভাষক রিটন কান্তি সুশীল, ধর্মাচার্য্য জে.কে. শর্মা, কমিশনার চিত্তরঞ্জন বিশ্বাস, সমাজসেবক রতন দাশ। স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অন্তর আচার্য্য। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকৌশলী বিশাল আচার্য্য, উজ্জ্বল দে, চন্দ্ররাজ আচার্য্য, কান্ত শর্মা, রুবেল দেব, রাহুল আচার্য্য, জয়গোপাল দাশ, নয়ন আচার্য্য তমাল, ইমন চৌধুরী প্রমুখ।এছাড়াও অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয়, আজীবন সদস্য সম্মাননা ও বিশেষ সম্মাননা স্মারক প্রদান। প্রেস বিজ্ঞপ্তি। প্রেস বিজ্ঞপ্তি।