জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জুলিও কুরি পুরস্কার পদকপ্রাপ্তির ৫০ তম বাষির্কী উপলক্ষে নাসিরাবাদ কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে গত রবিবার স্কুলের বঙ্গবন্ধু কর্ণারে প্রধান শিক্ষিকা ফারহানা নাজনিনের সভাপতিত্বে ও শিক্ষিকা পাপড়ী বড়ুয়ার পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাবিবুর রহমান তারেক। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র মাসুদ হোসেন মজুমদার, শিক্ষিকা শর্মিলা সুলতানা, চৌধুরী আমাতুল হাফিজ, রাশেদা বেগম, কামরুন নাহার ভুঁইয়াা, সাজেদা বেগম, সুলতানা রাজিয়া, সুস্মিতা বড়ুয়া, পপি রায় চৌধুরী, শামসুর নাহার, রোমেনা আফরোজ, জেসমিন আক্তার ছাত্র–ছাত্রীদের মধ্যে সমৃদ্ধ বড়ুয়া ও সোহেল হোসেন। প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে স্বাধীনতা এনে দিয়েছেন। ১৯৭২ সালে জুলিও কুরি পদকের জন্য ভূষিত হন। ৭৩ সালের ২৩ মে পুরস্কার লাভ করেন। প্রেস বিজ্ঞপ্তি।