আইআইইউসির ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী আজাদী বলেছেন, যোগ্য শিক্ষকের মৃত্যুতেও শিক্ষা তাদের নাম মুছে যায় না। নাসির উদ্দীনের মতো নিবেদিতপ্রাণ শিক্ষকেরা তাঁদের আদর্শ ও কর্মের মাধ্যমে চিরজীবী হয়ে থাকেন। তাঁর নেতৃত্বে আইআইইউসি স্কুল অ্যান্ড কলেজে যে শিক্ষার ভিত্তি গড়ে উঠেছে, তা আজকের শিক্ষার্থীদের জন্য আলোকবর্তিকা হয়ে আছে।
সম্প্রতি আইআইইউসি স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রিন্সিপাল নাসির উদ্দীনের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন বিওটি সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসান উল্লাহ, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম, পিএসসি (অব.) এবং বোর্ড অব ট্রাস্টিজ সদস্য আনোয়ার সিদ্দিক চৌধুরী। প্রধান অতিথি আরো বলেন, আমরা শুধু একজন শিক্ষককে হারিয়ে শূন্যতা অনুভব করছি না, বরং একজন প্রকৃত পথপ্রদর্শকের অভাব বোধ করছি। তাঁর শৃঙ্খলা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ আমাদের ভবিষ্যৎ শিক্ষাপ্রয়াসে প্রেরণার উৎস হয়ে থাকবে।এতে আইআইইউসি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মো. নাসির উদ্দীন গত ২৩ জুন ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। প্রেস বিজ্ঞপ্তি।