নাসিমা আনোয়ার

| বুধবার , ১৮ জানুয়ারি, ২০২৩ at ৬:৪২ পূর্বাহ্ণ

উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আকবর কাজলের মা নাসিমা আনোয়ার গত জানুয়ারি দুপুর সাড়ে ১২ নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহিরাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি তিন ছেলে, তিন মেয়েসহ অনেক আত্মীয় স্বজন রেখে যান।

একই দিন বাদ এশা পাহাড়তলী অলংকার মোড়ে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নাসিমা আনোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি কেন্দ্র কমিটির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাতহোসেন, সদস্য সচিব আবুল হাসেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ।

তারা মরহুমার রূহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

পূর্ববর্তী নিবন্ধসুপারকার বানিয়ে তাক লাগাচ্ছে তালেবান
পরবর্তী নিবন্ধআনছার আলী সওদাগর