নাশকতার মামলায় বান্দরবানে গ্রেফতার ৪ বিএনপি কর্মী জেলে

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ৩১ জুলাই, ২০২৪ at ৪:০৯ অপরাহ্ণ

বান্দরবানে নাশকতার মামলায় গ্রেফতার বিএনপির ৪ জন কর্মী জেল হাজতে পাঠানো হয়েছে। আজ বুধবার বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বিচারক এ.এস.এম এমরান আদালতে নাশকতার মামলায় গ্রেফতারকৃত ৫ জনকে হাজির করে পুলিশ।

আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ শুনে জামিন আবেদন না মঞ্জুর করে ৪ জন বিএনপি কর্মীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এরা হলেন- হাফেজঘোনার বাসিন্দার মো: রবিন, স্টেডিয়াম এলাকার বাসিন্দার মো: হেলাল, কালাঘাটার বাসিন্দার সুলতান ও বাইশারীর বাসিন্দার মো: হাশেম।

তবে বয়স বিবোচনায় অসুস্থ মো: মূছা সওদাগরের আবেদন মঞ্জুর করে জামিন দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান চীফ জুড়িশিয়াল আদালতের উপ-পুলিশ পরিদর্শক প্রিয়াল পালিত।

আদালতের আইনজীবী আবু তালেব জানান, গত মঙ্গলবার বান্দরবান সদর থেকে ৪ জন ও বাইশারী থেকে ১ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের ২০২৩ সালে দায়ের করা পাওয়ার এক্ট নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত অভিযোগ শুনে ৪ জনকে জেল হাজতে পাঠানো নির্দেশ দেন। অপরজনের জামিন মঞ্জুর করেন।

পূর্ববর্তী নিবন্ধ১২ দিন পর ফেসবুক-হোয়াটসঅ্যাপ চালু
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু