‘নাশকতার চেষ্টা করলে কঠোর হাতে দমন’

রাঙ্গুনিয়ার ১৬২ পূজামণ্ডপ পরিদর্শনে সেনাবাহিনী

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ অক্টোবর, ২০২৪ at ১১:২৩ পূর্বাহ্ণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙ্গুনিয়ার ১৬২ পূজামণ্ডপ পরিদর্শন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা পূজার সময় সব ধরনের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন। ৩৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগ্রেডের টাস্কফোর্স৪ এর রাঙ্গুনিয়া ক্যাম্পের ক্যাম্পকমান্ডার লেফট্যানেন্ট কর্নেল মিরাজুল ইসলাম বলেন, সেনাবাহিনী রাঙ্গুনিয়ায় হিন্দুধর্মাবলম্বীদের দুর্গোৎসব উদ্‌যাপনে সবার নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নিয়েছে। প্রতিটি ইউনিয়নে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে। কেউ নাশকতার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে।

মন্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন সেনা ক্যাম্পের মেজর সাদমান সাকিব ও ক্যাপ্টেন ফাহিম। পূজা মন্ডপগুলোতে সিসিটিভি ক্যামরা নিশ্চিত করার ব্যাপারে উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে। যাতে গুজব ছড়িয়ে না যায় সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। পূজা চলাকালীন টহলে থাকবে সেনাবাহিনী। মাদকের ব্যাপারে সেনাবাহিনী কঠোর হুশিয়ারি দিয়েছেন। উৎসবমুখর পরিবেশে সর্বোচ্চ সতর্কতার সাথে পূজা উদযাপন করতে সেনাবাহিনী সজাগ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধস্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির ৩৯৯তম বোর্ড সভা
পরবর্তী নিবন্ধশাকপুরায় দুস্থ পরিবারে নতুন ঘর তৈরি করে দিচ্ছে বৌদ্ধ যুব পরিষদ